প্রকাশ্য দিবালোকে নকশালবাড়ির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
জানা গেছে এদিন নকশালবাড়ির রায়পাড়া নেপালী স্কুলের পাশে এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় নগদ টাকা, স্বর্ন অলঙ্কার সহ জিনিসপত্র পত্র নিয়ে পালায় চোরের দল। এদিন দুপুরে বাড়িতে কেউ থাকায় তার সুযোগ নিয়ে চোরের দল এই কান্ড ঘটিয়েছে বলে অনুমান। স্থানীয় বাসিন্দাদের দাবি নকশালবাড়ি এলাকা জুড়ে ব্রাউন সুগার সহ নেশার সামগ্রীর বাড়বাড়ন্ত হওয়ার ফলে এই চুরির ঘটনা ঘটেছে। অপরদিকে ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।