অনলাইন দোকানে বিপুল পরিমাণ আধার, ভোটার, প্যান, কাস্ট সার্টিফিকেট সহ গ্রেফতার এক যুবক। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গোপন সূত্রে হানা দিয়ে উদ্ধার একাধিক নথিপত্র। জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২২টি আধার কার্ড, ১২টি প্যান কার্ড, রেশন কার্ড, ৮টি ভোটার কার্ড, ১০জন্ম সার্টিফিকেট, ২টি কাস্ট সার্টিফিকেট সহ কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার। ধৃতের নাম প্রসেনজিৎ বর্মন। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হ‌ওয়া নথিপত্র জাল কিনা তার তদন্ত করা শুরু হয়েছে। টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরি করা কাজ করত এই যুবক কিনা তার খোঁজখবর শুরু করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ।

news portal development company in india
marketmystique