শোকপিটে পড়ে মৃত্যু হল শিশুর

গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে  অর্ধসমাপ্ত শোকপিটে পড়ে মৃত্যু হল শিশুর। খড়িবাড়ির দেবুরাম জোতের ঘটনা ঘিরে শোকের ছায়া। শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে খেলছিল সমীর নামক দেড় বছরের শিশু। হঠাৎ খেলতে খেলতে শোকপিটে পড়ে যায়। পরে শিশুর মা খোঁজাখুঁজি করলে শোকপিটে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বাতাসী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অর্ধসমাপ্ত শোকপিটের কাজ দ্রুত করলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে মত স্থানীয়দের। বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা সিংহ জানান, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কাজ। কাজ চলছিল। ঢাকনা বানানো হয়েছিল, না শুকানোর জন্য দেওয়া যায়নি। ঘটনাটি দুঃখজনক।

news portal development company in india
marketmystique