কমোরে দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরালো বয়ফ্রেন্ড। কি ভাবছেন?

মাজায় দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরালো বয়ফ্রেন্ড। কি ভাবছেন?গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক। সে ধোকা দিয়ে চলে গেছে। তারপর সিঙ্গেল থাকতে থাকতে বোরিং। ব্যাস নিজেই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড। এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনোদিন ধোকা দেবে না। হ্যাঁ অবাক করা ব্যপার হলেও বাস্তবে সত্যিই। তার নাম দেওয়া হয়েছে পিঙ্কি। এবার আপনারা হয়তো ভাববেন এ আবার হয় নাকি? এই অসাধ্য সাধন করল সাগরপাড়ার জয়পুরের যুবক। ঈদের দিন বাইকের পিছনে চাপিয়ে সারাদিন ঘুরলো তার গার্লফ্রেন্ডের সাথে। গতকাল ছিল ঈদ উল আযাহার দিন। সারাদিন ব্যাস্ত থাকার পর বিকেলের দিকে ঘুরতে বের হয় অনেকে। এই ঈদের দিনে অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল। কেউবা ধোঁকা খেয়ে বাড়িতে বসে আছে। এবার প্লাষ্টিকের গার্লফ্রেন্ডের সাথেই চলে ঘুরে বেড়ানো। একটাই আশা কিছু হোক বা নন হোক ধোকা তো দেবে না।

জানাগেছে, এই গার্লফ্রেন্ডের সঙ্গে সে ছমাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন। এ আবার কেমন রিলেশন? যুবকের এহেন কান্ডে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে যে যাইই বলুক কারোর কথাই তোয়াক্কা না করেই আর পাঁচজনের মতো দিনভর ঘুরল সে। আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে বহু জাইগায়।

news portal development company in india
marketmystique