নকশাল বাড়ির লালজি জোত থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো
জানা গেছে বুধবার দুপুরে স্থানীয়রা লালজি জোতে সেচ নালার মধ্যে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পান স্হানীয়রা। এরপর ঘটনার খবর পেয়ে নকশাল বাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নকশাল বাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। আগামী কাল মৃতদেহ টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। তবে মৃত যুবকের নাম পরিচয় কিছু জানা যায়নি।