আচমকাই হাজির জেলা শাসক

বাগডোগরা বালিকা বিদ্যালয়ে আচমকাই হাজির জেলা শাসক প্রীতি গোয়েল। মিড ডে মিলের খাবার সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন জেলা শাসক। পরে বাচ্চাদের সাথে মিড ডে মিল খেয়ে দেখেন তিনি। অন্যান্য দিনের মতোই আজ বিদ্যালয়ে চলছিল ক্লাস। হটাৎ দুপুরে হাজির জেলা শাসক প্রীতি গোয়েল সহ বিডিও, এস আই ওফ স্কুল ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। প্রথমেই জেলা শাসক বিদ্যালয়ের ছাত্রীদের সাথে কথা বলেন। তাদের সাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেন। পরে মিড ডে মিলের ঘর পরিদর্শন করে বাচ্চাদের খাবার পরিবেশন করে নিজেও সেই মিড ডে মিল খেয়ে দেখেন। জেলাশাসকের বিদ্যালয়ের আশা নিয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা।

news portal development company in india
marketmystique