সীমান্ত এলাকার যানজটমুক্ত করতে তৎপর পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি

সীমান্ত এলাকার বাজার পানিট্যাঙ্কিকে যানজটমুক্ত করতে এবং পরিবেশকে স্বাভাবিক রাখতে এগিয়ে এলো পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি। রবিবার দুপুরে খড়িবাড়ির নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি বাসস্ট্যান্ডে জনপ্রতিনিধি, টোটো চালকদের নিয়ে বৈঠকের পর মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাতে দোকান খোলা বন্ধ করতে সর্তক করেন ব্যবসায়ী সমিতি । এদিন বৈঠকে পানিট্যাঙ্কির যানজট, ফুটপাতে দোকানগুলি সরানোর সিদ্ধান্তর পাশাপাশি একাধিক হোটেল দেহ ব্যবসায় অভিযোগ সরব হন তারা । ব্যবসায়ী সমিতি সভাপতি বিধুভুষণ বর্মন বলেন, বাজার জুড়ে বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি যে সমস্ত অবৈধ কাজ হচ্ছে তা প্রতিরোধ করার জন্য আলোচনা করা হল । পাশেই পুলিশ ফাঁড়ি থাকার সত্বেও বিভিন্ন হোটেলে দেহ ব্যবসায় চলছে , প্রশাসনের দূর্বলতা রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও বলেন , পানিট্যাঙ্কি ডি আই ফান্ডের জমি না থাকায় পাকিং করা সম্ভব হচ্ছে না, তবে ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে ফুটপাতের দোকানগুলিকে অন্যত্র সরানো হলে রাস্তার পাশে পার্কিং ব্যবস্থা করা যাবে। যানজটে সমস্যা সমাধানের জন্য এই বৈঠক বলে জানান তিনি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসর সভাপতি কিশোরী মোহন সিংহ,আইএনটিটিউসি সভাপতি হান্দ্রু ওঁরাও, সমাজসেবী রামকুমার ছেত্রী সহ ব্যবসায়ী সমিতি সদস্যরা।

news portal development company in india
marketmystique