ডিআই ফান্ডের রাস্তার ওপর জবরদখল করে অবৈধ নির্মান করার অভিযোগ বিজেপির নেতার বিরুদ্ধে

ডিআই ফান্ডের রাস্তার ওপর জবরদখল করে অবৈধ নির্মান করার অভিযোগ বিজেপির নেতা তথা ব্যবসায়ী দীলিপ বাড়ৈর বিরুদ্ধে। অভিযোগ সিপিএমের। অভিযোগ বিজেপি নেতা ডিআই ফান্ডের রাস্তা সংকীর্ণ করে নিজের জবরদখল করেছেন। এই অভিযোগে গতকাল নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করার পর আজ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও হাট অফিসে স্মারকলিপি করে নকশালবাড়ি সিপিআইএম এরিয়া কমিটি। এদিন দলীয় কর্মীদের নিয়ে কার্যালয় থেকে বিক্ষোভ করে সিপিএম। দীর্ঘদিন ধরে অনুরোধে করেও বিজেপি নেতা এই কাজ বিরত থাকেননি বলে অভিযোগ সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক বিকাশ সরকারের। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে নিজের জায়গায় এই কাজ করছেন এবং অবৈধভাবে সিপিএমের দলীয় কার্যালয় রাস্তা দখল করেছে বলে অভিযোগ বিজেপি জেলা প্রাক্তন সহ সভাপতি দীলিপ বাড়ুইয়ের। তবে অবৈধ হলে তিনি তা ভেঙে দেবেন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো জানান, অভিযোগ পেয়েছেন তিনি এবং সরেজমিনে পরিদর্শন করবেন। বিষয়টি নিয়ে তারা বিডিওকে জানাবেন।

news portal development company in india
marketmystique