খড়িবাড়ী পুলিশের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেল চক্করমারী সংলগ্ন এলাকাবাসী

কয়লা বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা , চাঞ্চল্য গোটা এলাকায়।খড়িবাড়ী পুলিশের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেল চক্করমারী সংলগ্ন এলাকাবাসী। সামনেই ইন্ডিয়ান ওয়েলের পাম্প পরপর দুবার কয়লা থেকে অগ্নিসংযোগ হওয়ার হাত থেকে বাঁচালো পুলিশ। বাংলা বিহার সীমান্তে চক্করমারি এলাকার শনিবার সকালে বিহারের থেকে শিলিগুড়ি দিকে  আসা কয়লা বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ ও নক্সালবাড়ি দমকলের কর্মীরা । প্রায় ২ দমকলের ইঞ্জিনের ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  এরপর ফের সন্ধায় সেই ভষ্মিভূত কয়লা থেকে ফের ধোঁয়া বেরতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় নক্সালবাড়ি দমকল কর্মীদের, খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও পর পর ২ বার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক রয়েছে স্থানীয়রা ।

news portal development company in india
marketmystique