প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হল শ্রী শ্রী শ্যামা প্রগতির সংঘের ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়িবাড়ি নেপাল সীমান্ত লাগোয়া গৌরসিংজোত কালিমন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন এর উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। সাথে ছিলেন গৌরসিং জোতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়, সমাজসেবী গোপাল বর্মন অতুল বর্মন সহ হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি উওম রায় , সম্পাদক রাজু শাহানি, সাগর পাসয়ানরা। সিউড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কিশোরী মোহন সিংহ বলেন এই তীব্র দাবদাহের মধ্যে হরিনাম সংকীর্তন মানুষের প্রকৃত মিলনের একটি উদাহরণ , পুজা কমিটির সকল সদস্য সাধুবাদ জানাই ।
অন্যদিকে প্রগতি সংঘের সম্পাদক সঞ্জিব বর্মন বলেন , আমার সকলে মিলে ১৬ প্রহর ব্যাপী হরিনাম আয়োজন করেছি। হরিনাম সংকীর্তন মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় থাকুক ।
শ্রী শ্রী শ্যামা প্রগতির সংঘের ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন।
- Khoribari Times
- August 16, 2024
- 4:43 pm
Recent Posts
খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ে সবুজ সাথী সাইকেল বিতরণ ছাত্রছাত্রীদের মুখে হাসি
January 10, 2025
No Comments
খড়িবাড়িতে নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় তোলপাড়, দুই যুবক আটক
January 10, 2025
No Comments
হোটেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য!
January 9, 2025
No Comments
৩৩ লক্ষ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার রাস্তা শিল্যানাস
January 9, 2025
No Comments
নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
January 9, 2025
No Comments