1000 এলপিএইচ আর্সেনিক এবং আয়রন অপসারণ রো প্ল্যান্ট চালু

ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে ১৭৬ ব্যাটেলিয়নের পক্ষ থেকে বানেশ্বর জোত এলাকায়। 1000 এলপিএইচ আর্সেনিক এবং আয়রন অপসারণ রো প্ল্যান্ট চালু করা হলো। নুমালিগড় রিফাইনারি লিমিটেড সহযোগিতায় এই প্লান্ট তৈরি করা হয়। এদিন তার শুভ উদ্বোধন করেন বিএসএফের আইজি এস কে শর্মা, ইন্সপেক্টর সঞ্জয় পান্ত, কোম্পানি কমান্ডেন্ট সুজিত কুমার দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ আশেপাশে গ্রামের সাধারণ মানুষ।এদিন এই পানীয় জলের ট্যাংক তৈরি হওয়া অনেকটাই খুশি এলাকার সাধারণ মানুষ।এখান থেকে প্রায় সীমান্ত এলাকার ১০-১২টি গ্রামের জলপান করতে পারবেন। ২৪ ঘন্টা এই পরিষেবা চালু থাকবে বলে জানান আই জি*

news portal development company in india
marketmystique