বিদেশী মদ বিহারে পাচারের আগে উদ্ধার করলো আবগারি দপ্তর

সবজির বস্তার আরালে পাচার বিদেশী মদ বিহারে পাচারের আগে উদ্ধার করলো আবগারি দপ্তর*। জানা যায় এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি চাম্পাশুড়ি মোড় সংলগ্ন এলাকায় বিহারের নাম্বার সন্দেহভজন একটি পিকআপ ভ্যান কে আটক করে। সেই গাড়িকে তল্লাশি করতেই উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার বিদেশী মদ।প্রথমে মদের কার্টুন,তার উপর সারি সারি সবজির বস্তা সাজিয়ে পিকআপ ভ্যান করে বিহারে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার মদ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের শিলিগুড়ি রেঞ্জ অভিযান চালিয়ে শিলিগুড়ি চম্পাসারী থেকে পিকআপ ভ্যান থেকে ওই মদ গুলি আটক করে।ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা। এই মদ পাচার চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া বিদেশি মদ গুলো সিকিম থেকে পশ্চিমবঙ্গ ও বিহারের পাচারের ছক কষে ছিল পাচারকারীরা*

news portal development company in india
marketmystique