বিয়েবাড়ি থেকে ঘরে ফেরার পথে দুস্কৃতিদের হামলায় জখম যুবকের মৃত্যু

বিয়েবাড়ি থেকে ঘরে ফেরার পথে দুস্কৃতিদের হামলা জখম যুবকের মৃত্যু হল। গত মঙ্গলবার রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড়ের এক বিয়েবাড়িতে খাওয়াদাওয়া শেষ করে বাড়ি ফিরছিলেন শান্তিনগরের চিউমিন বিক্রেতা জয় বর্মন(২৪)। যুবককে একা পেয়ে বেশকিছু যুবক অতর্কিতে হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় মারধর করে। পরে স্থানীয়রা যুবককে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে আজ যুবককে মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতরা হল আদেশ নাগেসিয়া, শেখর কুঁজুর, অভয় নাগেসিয়া, ওম কিষাণ ও গগন নাগেসিয়া। প্রথম তিনজন নিউ চামটা চাবাগানের ও বাকি দুজন টাইপু চাবাগানের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এই ৫ যুবক বিয়েতে এসে যুবকের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে এবং জয়কে একলা পেয়ে লোহার রড দিয়ে আঘাত করে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

news portal development company in india
marketmystique