পূর্ত দফতরের নিকাশিনালা কাজ আটকে বিক্ষোভ করলেন এলাকাবাসীরা।বুধবার খড়িবাড়ির কদমতলা মোড়ে নিকাশিনালার কাজ আটকে দিলেন স্থানীয় এলাকাবাসীরা।স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে গাছ না কেটে এবং বিদ্যুতের খুঁটি না সরিয়ে আঁকাবাকা করে নিকাশিলানা তৈরি করছে পূর্ত দপ্তরের ঠিকাদারি সংস্থা।তবে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিংহা বলেন,গত কালকে স্থানীয় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ আটকে বিক্ষোভ করেছে।আজকে আমি এসে পরিস্থিতি দেখে চিন্তা করলাম। গাছটির শিকড় কাটা আছে এবং হেলে আছে রাস্তার দিকে এই রাস্তা দিয়ে অনেক ছাত্র ছাত্রীরা চলাচল করে কোনো ধরনের দুর্ঘটনার ঘটে গেলে কে দায়িত্ব নেবে।এই গাছ কাটার এনওসি তিন মাস আগেই নিয়ে গেছে।কিন্তু এখনো গাছ কাটা হয়নি।এই গাছ কাটা না হওয়াতে এই নিকাশিলানার সমস্যা।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ ঘটনা স্থলে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,স্থানীয়দের অভিযোগ রয়েছে রাস্তার পাশে গাছ না কেটে এবং বিধুতের খুঁটি না সরিয়ে আঁকাবাকা করে নিকাশিলানা তৈরি করায় বিক্ষোভ করেছে ,বন দপ্তরের অনুমতি হয়েছে এমসিসি লাঘুর জন্য গাছটি কাটার টেন্ডার হচ্ছে না। তিনদিনের মধ্যে বসে গাছটি কাটার ব্যবস্থা করা হবে।