খড়িবাড়ি বিডিও দফতরের বিক্ষোভ দেখাল গাড়ি চালকরা ।

গত লোকসভা নির্বাচনে ব্যবহারের জন্য ভাড়া গাড়ি নিয়েছিল নির্বাচন কর্মীরা , তবে ৮ মাস কেটে গেলেও দেওয়া হয়নি টাকা! টাকার দাবিতে শুক্রবার খড়িবাড়ি বিডিও দফতরের বিক্ষোভ দেখাল গাড়ি চালকরা । গাড়ি চালকদের অভিযোগ,  নির্বাচনের সময় একমাস ধরে গাড়ি ব্যবহার করেছেন নির্বাচন কর্মীরা, তবে আজত্ত আমরা টাকা পাইনি । বকয়া টাকা দ্রুত দেওয়া দাবি জানান তারা। অন্যদিকে চালকদের বিক্ষোভ দেখে বেরিয়ে এসে টাকা দেওয়া আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় চালকরা ‌ । নির্বাচনে কাজ করেছে চালকরা ,ফান্ড না আসায় টাকা প্রদান করা যায়নি,উদ্ধোতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান হয়েছে বলে জানান খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ।

news portal development company in india
marketmystique