সীমান্তে চেকিংয়ে হতবাক এস‌এসবি

সীমান্তে চেকিংয়ে হতবাক এস‌এসবি। খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে বন্য জীবজন্তুর একাধিক দেহাংশ সহ গ্রেফতার এক নেপালের নাগরিক। ধৃতের নাম ডম্বর সাবকোটা(২৯) নেপালের বাসিন্দা। সোমবার সিকিম থেকে চারচাকার গাড়ি করে নেপালে ঢোকার আগে সীমান্তে চেকিংয়ের ধৃতের কাছে থেকে হরিণের ৫টি সিং, শজারুর ৩০টি কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোরাল সিং উদ্ধার করে এস‌এসবি ৪১ ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা। ধৃতকে পরে টুকরিয়াঝাড় বনদফতর তুলে দেয় এস‌এসবি। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুবক জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে বনদফতর।

news portal development company in india
marketmystique