বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনেবাতাসীতে মিঠুন চক্রবর্তীর

দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে খড়িবাড়ির বাতাসীতে সভা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। সভা থেকেই নিজ ছন্দেই শ্লোগান মিঠুনের! ভোট দেওয়ার আগে চিন্তা করার আবেদন জানান জনগনকে। বিজেপি পার্টি চুরি করেনি। নাম না করে তৃণমূলকে কটাক্ষ। গরু পাচার, রেশন চুরি, শিক্ষাক্ষেত্রে দুনীতি করেছে তারাই। এদিন তিনি বলেন, আমি জলঢোরা ন‌ই, বেলেবোড়াও নয়, আমি একটা এমন সাপ এখন ঝোড়ে ঝোড়ে ইঁদুর ধরে বেড়াই! নাম তুফান, এবার বারবার আসব। আমি সেই মহাগুরু যে খবর দেখে না, খবর পড়েনে। শুধু খবর তৈরি করে।

news portal development company in india
marketmystique