৪৬০লিটার চোলাই মদ ৪০৬০ ফারমান টেডওয়াশ ও দুইটি পাতন যন্ত্র উদ্ধার

শনিবার দুপুর একটা নাগাদ বাংলা বিহার সীমান্তের চক্করমারি ও পাহারিভিটা পৃথক দুটি জায়গায় অভিযান আবগারি দপ্তরের।এইদিন ওই দুটি এলাকায় আবগারি দপ্তরের আধিকারিকরা অভিযানে নেমে লক্ষাধিক টাকার সরজ্জাম উদ্ধার করে। অভিযান চালিয়ে ৪৬০লিটার চোলাই মদ ৪০৬০ ফারমান টেডওয়াশ ও দুইটি পাতন যন্ত্র উদ্ধার করে।জার আনুমানিক বাজার মূল্য প্রায়১১লক্ষ টাকা বলে জানা গেছে। তবে আবগারি দপ্তরের অভিযান বুঝতে পাড়ায় মদের কারবারিরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
অবৈধ মদ বাজেয়াপ্ত আবগারি দপ্তরের।
শনিবার দুপুর একটা নাগাদ বাংলা বিহার সীমান্তের চক্করমারি ও পাহারিভিটা পৃথক দুটি জায়গায় অভিযান আবগারি দপ্তরের।

news portal development company in india
marketmystique