নকল মদ বিক্রির কারবারের বিরুদ্ধে অভিযানের নেমে বড় সাফল্য পেল শিলিগুড়ি নক্সাশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকরা।উদ্ধার হয় ৫০০ লিটার কাঁচা স্পিরিট।জানা যায় এদিন মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার অন্তর্গত গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায় নক্সাশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকেরা,সেখানে একটি বাড়িতে থাকা গুদাম ঘর থেকে এই স্পিরিট উদ্ধার হয়,পাশাপাশি Royal Green Deluxe এবং mcdowells no.1 ২,৫০০পিস সেল ইন গোয়া পাউস উদ্ধার হয়,একটি পাঞ্চিং মেশিন উদ্ধার করা হয়,তার পাশাপাশি ইম্পেরিয়াল ব্লু মদের বোতলের ৪০০০ জালি ছিপিও সহ একাধিক জাল মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করে।এই স্পিরিট দিয়ে সেখানে নকল মদ তৈরি করা হতো বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা।ঘটনায় ঝাড়ু সিংহ নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা যায়,তবে বর্তমানে সেই ব্যক্তি পলাতক রয়েছে।তার খোঁজ শুরু করেছে আবগারি দপ্তর।*
Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments