দুয়ারে রেশন প্রকল্পে লেধারামজোতে ক্যাম্প করা হয়।উপভক্তাদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ ।লোকসভা ভোটের আগে এহনও বিস্ফোরক অভিযোগ উঠলো এক রেশন ডিলারের বিরুদ্ধে ।ঘটনাটি শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাতাসী সংলগ্ন এলাকার ৩৭ নং রেশন ডিলারের বিরুদ্ধে ।জানাগেছে মার্চ মাসে রেশনের কোনো সামগ্রী প্রদান করেননি ওই এলাকার উপভোক্তাদের কিন্তু শিলিপ ইস্যু করেছে।এপ্রিল মাসের রেশন সামগ্রী দেওয়া হলেও মার্চ মাসের রেশন সামগ্রীর বদলি সে নগদ টাকা দিয়েছে উপভক্তদের।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।বিষয়টি নিয়ে সরপ হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়বাসিন্দা যতীন সিংহ অভিযোগ করে বলেন গত মাসে সিলীপ কেটেছি কিন্তু কোনো মাল দেয়নি আমাদের বলছিলো এই মাসে দিবে কিন্তু এই মাসে মাল নিতে গেলে আবার বলে পরের মাসে দিবে ।প্রত্যেক মাসের টা প্রত্যেক মাসে দেওয়া দরকার কিন্তু রেশন ডিলার দিচ্ছে না ।আমরা বিরোধ করলে আগের মাসের মালের বদলি নগদ টাকা দেয় ডিলার। সমস্ত বিষয়টি শিকার করেনিয়েছে রেশন ডিলার ঝোনটু সরকার।তার দাবি তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় রেশন ডিলারশিপ চালিয়েছে তার কর্মচারীরা ,মাল কোথায় গিয়েছে তিনি জানেন না। মাল নাথাকায় তিনি বাধ্য হয়ে উপভোক্তদের মার্চ মাসের রেশন বাবদ নগদ টাকা দিয়েছেন। খাদ্য দপ্তর ঈদের জন্য ছুটি থাকায় আধিকারিকের সাথে টেলিফোনে যোগাযোগ হলে তিনি জানান বিষয়টি খোজ নিয়ে ডিলারের বিরুদ্ধে তদন্ত মূলক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন
Recent Posts
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments
দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।
January 3, 2025
No Comments
ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার !
December 31, 2024
No Comments