শনিবার রাত ১০ টা নাগাদ দ্বারা বক্সে নির্মিয়মান লোহার সেতুতে ধাক্কা মোটরসাইকেলের, মৃত ১, জখম ৩

শনিবার রাত ১০ টা নাগাদ দ্বারা বক্সে নির্মিয়মান লোহার সেতুতে ধাক্কা মোটরসাইকেলের, মৃত ১, জখম ৩ । মদ্যপ অবস্থায় নির্মিয়মান লোহার সেতুতে ধাক্কা  মোটরসাইকেলের।  জানা গিয়েছে, নকশালবাড়ি থেকে বুড়াগঞ্জ যাওয়ার সময় একটি মোটরসাইকেলে ৪ জন নিয়ে যাওয়ার সময় ব্যারিকেড টপকে নির্মিয়মান লোহার সেতুতে ধাক্কা দেয়। ঘটনার ছিটকে পড়েন ৪ জন এবং খেমচী নদীতে পড়ে যায় মোটরসাইকেল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনলে একজনের মৃত্যু হয় এবং ৩ জন গুরুতর জখম হন। জখমদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয়।

news portal development company in india
marketmystique