রাস্তার কাজের জেরে নাজেহাল স্থানীয়রা।প্রায় একমাস ধরে রাস্তার কাজ চলছে খড়িবাড়ী কদমতলা মোর থেকে ভালুকগারা মোর পযন্ত বিপুল পরিমাণে ধুলো উড়ছে এতেই অতিষ্ট ও নাজেহাল ওই রাস্তা সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা ।আসুন সম্পূর্ণ বিষয়টি কি জানি।প্রায় একমাস কিংবা তারও বেশি দিন ধরে চলছে নতুন রাস্তা বানানোর কাজ পুরোনো রাস্তা উকরে ফেলে নতুন রাস্তা তৈরি করার জন্য কাজ চলছে আর এতেই চারিদিকে বিপুল পরিমাণে ধুলো উড়ছে ।গাড়ি চলা চল অতিরিক্ত মাত্রায় হওয়ায় ধুলো উড়ছে এতেই ওই এলাকার জন জীবনে প্রভাব পড়ছে ধুলোর চোটে না থাকতে পারছে বাড়িতে না চলতে পারছে রাস্তায় ।খুবি গুরুত্বপূর্ণ রাস্তা এটি স্কুলের পড়ুয়া সহ স্থানীয় মানুষ জন সবাইকে ওই রাস্তা দিয়েই আস্তে হয় খড়িবাড়ী হাটবাজার করতে বা পড়ুয়ারা বিদ্যালয়ে স্থানীয়দের অভিযোগ রাস্তার কন্ট্রাক্টর কে জল দেওয়ার কথা বললে উল্টা কন্ট্রাক্টর ধমকি দেয় জল না দিলে কি করবেন তার পরেও প্রসাশনিক স্থরে জানানো হলেও জলের কোনো রকমের বেবস্থা কেউ করেনি।সোমবার স্থানীয় বাসিন্দারা বিখুদ্র হয়ে নিজেরাই পাম্প পাইপ নিয়ে আসে নিজেদের টাকা দিয়ে তার পর রাস্তায় জল দেয় জনসাধারণের সুবিদার্থে
Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments