খড়িবাড়ী ব্লকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে শনিবার খড়িবাড়ী ব্লকের বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েতে দেবীগঞ্জ p w d মোর থেকে ডাঙ্গুজোত পযন্ত ১.৩০ কিমি পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ। সভাধিপতি অরুণ ঘোষ জানান এখানকার রাস্তার দসা বেহাল ছিলো ,সম্পূর্ণ মহকুমা জুড়ে উন্নয়ন চলছে, গতকাল এখানে এসে কমেটমেন্ট করেছিলাম আজ তার শিলান্যাস হচ্ছে। দেবীগঞ্জ থেকে ডাঙ্গুজোত পযন্ত ১.৩০কিমি রাস্তা হচ্ছে ৫০লাখ ৭৯হাজার টাকা ব্যায় করে আরেকটু রাস্তা বাকি থাকবে সেটাও খুব তারা তারি করা হবে আজি ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে ইলেকশন মিটে গেলে তারা তারি করে কাজ হবে ।এদিকে গ্রামের মানুষ জন জানান খুবি খুশির খবর ১৫ থেকে ২০ বছর আগে এই রাস্তাটি হয়েছিলো তার পর কোনো রকম রিপেয়ারিং করা হয়নি। বহু জায়গায় ঘুরেছে কিন্ত কোনো কাজ হয়নি বহু প্রতীক্ষার পর রাস্তা হচ্ছে খুব ভালো লাগছে এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তারা। এদিন শিলান্যাসে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ, , গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা
দেবীগঞ্জ p w d মোর থেকে ডাঙ্গুজোত পযন্ত ১.৩০ কিমি পাকা রাস্তার শিলান্যাস
- Khoribari Times
- August 16, 2024
- 4:41 pm
Recent Posts
খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ে সবুজ সাথী সাইকেল বিতরণ ছাত্রছাত্রীদের মুখে হাসি
January 10, 2025
No Comments
খড়িবাড়িতে নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় তোলপাড়, দুই যুবক আটক
January 10, 2025
No Comments
হোটেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য!
January 9, 2025
No Comments
৩৩ লক্ষ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার রাস্তা শিল্যানাস
January 9, 2025
No Comments
নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
January 9, 2025
No Comments