দেবীগঞ্জ p w d মোর থেকে ডাঙ্গুজোত পযন্ত ১.৩০ কিমি পাকা রাস্তার শিলান্যাস

খড়িবাড়ী ব্লকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে শনিবার খড়িবাড়ী ব্লকের বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েতে দেবীগঞ্জ p w d মোর থেকে ডাঙ্গুজোত পযন্ত ১.৩০ কিমি পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ। সভাধিপতি অরুণ ঘোষ জানান এখানকার রাস্তার দসা বেহাল ছিলো ,সম্পূর্ণ মহকুমা জুড়ে উন্নয়ন চলছে, গতকাল এখানে এসে কমেটমেন্ট  করেছিলাম আজ তার শিলান্যাস হচ্ছে। দেবীগঞ্জ থেকে ডাঙ্গুজোত পযন্ত ১.৩০কিমি রাস্তা হচ্ছে ৫০লাখ ৭৯হাজার টাকা ব্যায় করে আরেকটু রাস্তা বাকি থাকবে সেটাও খুব তারা তারি করা হবে আজি ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে ইলেকশন মিটে গেলে তারা তারি করে  কাজ হবে ।এদিকে গ্রামের মানুষ জন জানান খুবি খুশির খবর ১৫ থেকে ২০ বছর আগে এই রাস্তাটি হয়েছিলো তার পর কোনো রকম রিপেয়ারিং করা হয়নি। বহু জায়গায় ঘুরেছে কিন্ত কোনো কাজ হয়নি বহু প্রতীক্ষার পর রাস্তা হচ্ছে খুব ভালো লাগছে এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তারা। এদিন শিলান্যাসে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ, , গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা

news portal development company in india
marketmystique