
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাট্টা প্রদান।বৃস্পতিবার খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের বিদ্যাসাগর মঞ্চে ৬৩ টি ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়।এদিন ভূমি হীন পরিবারকে পাট্টা প্রদান করেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ ও খড়িবাড়ি উন্নয়ন আধিকারিক।এই দিন পাট্টা পেয়ে খুশি হন স্থানীয়রা তবে পাট্টা দেওয়ার সময় দুপুর ১টা দেওয়া হলেও সময় মত আধিকারিকরা এসে পৌঁছাননি প্রায় দেড় ঘণ্টা বসে ছিলেন পাট্টা পাপকরা ।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি রত্না সিংহ রায় সহ অন্যান্যরা।