
খড়িবাড়ীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ খড়িবাড়ী ব্যাবসায়ী সমিতি ও স্থানীয়দের।
দীর্ঘ দু’মাস ধরে পুরোনো পাকা রাস্তাটি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হঠাৎ কাজ বন্ধ করে রাখায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
রবিবার সকাল ১০টা নাগাদ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা তৈরির দাবিতে খড়িবাড়ির রাজ্যসড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোষপুকুর থেকে খড়িবাড়ি হয়ে ভালুকগাড়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাজ্য সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। বেশ কিছুদিন ধরে পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তাটি পেভার্স ব্লক দিয়ে করা হচ্ছে। কিন্তু খড়িবাড়ি বাজারে দীর্ঘ দু’মাস ধরে রাস্তা ভাঙা হলেও কাজ করা হচ্ছে না বলে অভিযোগ। রাস্তায় হামেশাই যানজট হচ্ছে। স্কুল পড়ুয়া, মাধ্যমিক পরীক্ষার্থীসহ পথচলতি মানুষ চূড়ান্ত সমস্যায় রয়েছে। বাধ্য হয়েই এদিন স্থানীয়রা পথ অবরোধ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে আধ ঘণ্টা পরে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।