শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা।

শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল ২৫ তম বর্ষ বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা। বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অমর বিদ্যালয়ের পরিদর্শক দিলীপ চন্দ্র বর্মন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,২৫ তম বর্ষ বার্ষিক ক্রীয়া অনুষ্ঠিত হল।১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে ১লা সেপ্টেম্বর রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে  তারই একটি অঙ্গ।বিভিন্ন বিধাগের ৪৭ টি ইভেন্টের রয়েছে। মোট ২৪৭ জন খেলায় অংশ গ্রহণ করেছে। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন দাস খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ ,অমর বিদ্যালয়ের পরিদর্শক দিলীপ চন্দ্র বর্মন, রানীগঞ্জ পারিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

news portal development company in india
marketmystique