
প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর পাড়ে অবৈধ নির্মাণ ও গাছ রোপণ খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের কেশরডোবায় অবৈধভাবে পুকুর ভরাটে ডোন কেয়ার! গত ২৫ ডিসেম্বর খবর সম্প্রচারিত হওয়ার পর ২৬ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। ১৫ই জানুয়ারি অভিযুক্তকে নোটিশ করার পর ২.৫ লক্ষ টাকা জরিমানা ও ১০ দিনের মধ্যে পুকুর স্বাভাবিক রুপে ফেরানোর নির্দেশ দেয় খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। জরিমানা জমা করলেও ১০দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কোনো নির্দেশ তো দূরের কথা পুকুরের সামনে অবৈধ নির্মাণ করে পুকুরে গাছ লাগিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ সহ প্রশাসনের আধিকারিকরা। নোটিশ জারি করেও কোনো কেয়ার পদক্ষেপের আশ্বাস দেন প্রশাসন।