
লোকসভা ভোটের মুখে কংগ্রেসের ছাত্রপরিষদে 30 জনের যোগদান। লোকসভা ভোটের আগে খড়িবাড়ীর যুব রাজনীতি মহলে রদবদল ,খড়িবাড়ী ব্লক ছাত্র পরিষদে যোগদান যুবদের। রবিবার খড়িবাড়ী ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি যোগদান শিবিরের আয়োজন করা হয় খড়িবাড়ী নিজ কাজ্জলয়ে।এই দিন খড়িবাড়ী ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় 30 জন যুবক যুবতী সংঘঠনের ঝান্ডা হাতে নিয়ে খড়িবাড়ী ব্লক ছাত্র পরিষদে যোগদান করেন। পরে সদ্য যোগদান যুবক যুবতীদের নিয়ে খড়িবাড়ী বাজার চত্তরে একটি রেলি বের করা হয়। যোগদান শিবিরের এসে জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিযোগ তুলে বলেন কেন্দ্র ও রাজ্য সরকার কেউ ছাত্রদের আয়াজ শুনে না কেন্দ্রের মোদী সরকার 2 কোটি চাকরি দিবে যুবকদের বলেছিল কিন্তু তা পূরণ করেননি রাজ্য সরকার চাত্রদের ঠকাচ্ছে ও বিভ্রান্ত করছে তাই ছাত্রদের আয়াজ রাহুল গান্ধীর কাছে পৌঁছানোর জন্য এই যোগদান শিবির। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ছাত্র পরিষদের সভাপতি শাহনাজ হোসেন, খড়িবাড়ি ফাঁসি দেওয়ার প্রাক্তন বিধায়ক সুনীল চন্দ্র তিরুকি, খড়িবাড়ি ছাত্র পরিষদের সভাপতি তন্ময় কুমার সিংহ, খড়িবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতি অলোক কুমার রায় সহ অন্যান্যরা