খড়িবাড়ির কেশর ডোবা এলাকায় স্বর্ণমতি নদী থেকে বালি এনে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছিল । গত ২৫ ডিসেম্বর এই খবর দেখাই আমরা। এরপর ঘটনাস্থল পরিদর্শন যান খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। তবে বাড়ি তালা বন্ধ অবস্থায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনের পর ২৬ ডিসেম্বরই পুকুর ভরাটের অভিযুক্তদের নোটিশ জারি করে তবে সত্তউওর দেয়নি অভিযুক্তরা । এরপর ফের অভিযুক্তদের নোটিশ করা হলে আড়াই লক্ষ টাকা ফাইন এবং পুকুরকে স্বাভাবিক রুপ ফিরিয়ে দিতে ১০ দিনের সময়সীমা বেঁধে দেয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। গত ১৫ জানুয়ারি এই নোটিশ দেওয়া হয়েছে , সময়সীমা মধ্যে পুকুর স্বাভাবিক রুপ ফিরিয়ে না দেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়া আশ্বাস দেন খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ।
