প্রধামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে খড়িবাড়ীতে সর্বজনীন মন্দির পরিষ্কার। রাম মন্দির প্রতিষ্ঠার আগে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অঙ্গ হিসেবে বেহস্পতিবার খড়িবাড়ির পশ্চিম হাউদাভিটায়। খড়িবাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য মিদুল দাস ও বিজেপির খড়িবাড়ী বুরাগঞ্জ মন্ডলের নেতা এবং কর্মীরা মিলে ওই এলাকার সর্বজনীন মন্দির পরিষ্কারের পরিচ্ছন্ন কাজ করেন। এই দিন পশ্চিম হাউদাভিটার বেশ কয়েকটি সর্বজনীন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেন তারা।
