
আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই অযোধ্যার রাম মন্দির গর্ভগৃহ থেকে অক্ষত কলস ভর্তি চাল আসে খড়িবাড়ীতে। মঙ্গলবার অক্ষত কলসসের চাল নিয়ে খড়িবাড়ীর প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে তার নিমন্ত্রণ করতে দেখা যায় রাম ভক্তদের। এই দিন রাম ভক্তগণ খড়ি বাড়ির বিভিন্ন প্রান্তের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে অক্ষত চাল ও রাম মন্দিরের ফটো দিয়ে নিমন্ত্রণ করছেন।রামভক্ত তরুণ সিংহ বলেন
আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আমরা সবাই যেতে পারছি না তাই সেইদিন লোকাল হনুমান মন্দিরে 10টা থেকে 1টা অব্দি পূজা অর্চনা করা হবে এবং সবার কাছে তিনি আহ্বান করছেন সন্ধাবেলা 5টি করে প্রদীপ সবার বাড়ীতে জ্বালাবার জন্য।