
দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন খড়িবাড়ী ব্লক কংগ্রেস ছাত্র পরিষদ।শনিবার খড়িবাড়ীর গুরু দেওয়াল জোতে দুস্থ মানুষদের পাশে দাড়িয়ে তাদের মাঝেই শীত বস্ত্র বিতরণ করলেন খড়িবাড়ী ব্লক ছাত্র পরিষদ ও খড়িবাড়ী যুব কংগ্রেস।এই দিন গুরু দেওয়াল জোতে দুস্থ মানুষদের মধ্যে সিতের বিভিন্ন বস্ত্র বিতরণ করলেন তারা। তবে সংঘটনের তন্ময় সিংহ বলেন এই গ্রামটি খড়িবাড়ির মধ্যে পিছিয়ে রয়েছে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তার আবেদন এই গ্রামে এসে মানুষজনের অবস্থা দেখার জন্য।উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক চাত্রপরিষদ সভাপতি তন্ময় সিংহ,সুজিত বর্মণ সহ সংঘটনের অন্যান্যরা