
কাজের বৈষম্যের নিয়ে গতকাল খড়িবাড়ি পঞ্চায়েত সমিতিতে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তেজনা ছড়ায়। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ ও অর্থের উপসমিতির সভার পর কাজের বৈষম্যের অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বিরোধী পঞ্চায়েত সদস্যার মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বৃহস্পতিবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা। এদিন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য ও বিজেপি নেতা সহ মোট চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সভাপতি। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহার অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি এবং প্রাণে মারার চেষ্টা করেন বিরোধী সদস্যা সহ অন্যান্যরা। কাজ নিয়ে মিটিং হলে না বলে বিরোধী সদস্যা পরিকল্পনা মাফিক হেনস্থা করেন। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন সভাপতি। সবাইকে সমান কাজ দেওয়া হয়েছে এবং তৃণমূলের সদস্যরা এক দুটি কাজ পেয়েছেন যেখানে বিরোধী দলনেতা দুটি কাজ পেয়েছেন বলে তিনি জানান। অন্যদিকে, শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে প্রাণে মারার ঘটনা হাস্যকর বিষয়। তৃণমূলের জমানায় বিরোধীদের আতঙ্কিত হওয়া উচিত কিন্তু শাসকদলের সভাপতি এই কথা বলছেন। কাজের জন্য কথা বলতে গিয়ে সভাপতি নিজেই ধাক্কা দিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের আটকানো যাবে না বলে কটাক্ষ বিরোধী পঞ্চায়েত সদস্যা মনীষা সরকারের। গোটা ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।