বিডিও অফিসের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির সদস্যের

বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজ নিয়ে বৈষম্য করার অভিযোগ তুলে সরব হল খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য মনীষা সরকার। বুধবার খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন খাতে উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করার পর শাসকদলের পঞ্চায়েত সমিতির সদস্যরা গায়ের জোর দেখিয়ে অধিকাংশ কাজ নেওয়ার অভিযোগ করেন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য মনীষা সরকার।

অভিযোগ কেন্দ্র সরকারের টাকা বিরোধীদের সমানভাবে কাজ না দিয়ে বঞ্চনা করছে। শাসকদলের সভাপতি নিজেই ৩৩ লক্ষ টাকার কাজ নিচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খড়িবাড়ি বিডিও অফিসের প্রধান গেট আটকে বিক্ষোভ দেখান বিরোধী সদস্যরা।

অপরদিকে পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা রায় সিংহ জানান, দুঃখের বিষয় সভাপতিকে এভাবে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটল। মনীষা সরকার একটি কাজ পেয়েছিল আরো একটি কাজের জন্য সভাপতির গাড়ির দরজা আটকে রেখে দিলে এই পরিস্থিতি সৃষ্টি হল। জনসম্মুখে সভাপতির গায়ে হাত দেওয়া ঠিক হয়নি বিরোধীদের বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা জানান সভা ভালোভাবেই আলোচনা হয়েছে। সবাইকে কাজ দেওয়া হয়েছে। মানুষের উন্নয়ন চায়না বিরোধীরা তাই বিরোধীতা করে।‌ সবার সিদ্ধান্ত মেনে কাজ দেওয়া হয়েছে। নিজের ইচ্ছায় সদাসর্বদা বিরোধীরা এমন করে। যে কোনো বিষয়ে হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি।

news portal development company in india
marketmystique