
জাতীয় সড়কে পিকাপভেন পাল্টি। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার একটি চা পাতা বোঝাই পিকাপভেন বিহার থেকে নক্সালবাড়ী যাওয়ার পথে ,পাটারামজোত সংলগ্ন এলাকায় দুজন বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে পাল্টি খেয়ে পড়ে যায় । তবে জানা যায় কারো কোনো ক্ষতি হয়নি।এই ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।পড়ে স্থানীয় লোকেরা ছুটে এসে গাড়িটি উদ্ধার কাজে সাহায্য করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।