
রাস্তার কাজ শুরু করে ৮ মাস ধরে পড়ে রয়েছে, নিম্নমানের কাজ হচ্ছে অভিযোগে তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীরা । প্রধানকে জানানো হলেও পদক্ষেপ নেয়নি । ঘটনাটি খড়িবাড়ি বিন্নাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত ক্ষোপালাসি গ্ৰামের । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্ৰাম পঞ্চায়েত তহবিল থেকে প্রায় ৫ লক্ষ ৫৩ হাজার টাকায় রাস্তার কাজ শুরু করা হয় । তবে বালিপাথর ফেলে কাজে আসেনি ঠিকাদারি এজেন্সি । স্থানীয় পঞ্চায়েত সদস্য ও খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সহ গ্ৰামবাসীরা প্রধানকে লিখিত অভিযোগ জানান । পরে ফের ঠিকাদারি এজেন্সি কাজ শুরু করে কিন্তু ৮ মাস হয়ে গেলেও রাস্তা পিচ করা হয়নি, পাথরবালি সরে যাছে, আগাছা জমছে এতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীরা। স্থানীয়দের দাবি রাস্তা সঠিক ভাবে হোক এভাবে রাস্তা তৈরি হয়না , এজেন্সি সঠিকভাবে কাজ করতে হবে। এই প্রসঙ্গে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সরস্বতী মুর্মু টুডু বলেন , আমার বাড়ির পাশেই এভাবে রাস্তা হচ্ছে দেখে প্রধানকে অভিযোগ করা হয় , তবে প্রধান কোনো গুরুত্ব দেয়নি । শুধু এই কাজ নয় একাধিক কাজ এভাবেই পড়ে রয়েছে প্রধানের উদাসীনতার জন্য। তবে এই প্রসঙ্গে বিন্নাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত প্রধান আলাকসু লাকরা বলেন, আমার সঠিকটা জানা নেই, তবে কাজ শুরু ঠিক ভাবেই হয়েছিল,কাজ ভালো না হত্তয়ায় স্থানীয়রা কাজ আটকে দেয়। রাস্তা নিয়ে সোমবার আলোচনায় বসেছিলাম। কাজের গাফিলতি রয়েছে দ্রুত কাজ শুরু না হলে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখানে বিজেপি সবসময় তৃনমূলের সঙ্গে একসাথে কাজ করছেন বলে জানান তিনি।