মানব পাচারের আইন সম্পর্কে অবগত এবং সিভিক ভলেন্টিয়াদের ওয়ার্কশপ

চাইল্ড ইন নিড ইন্সটিটিউট নথ বেঙ্গল ইউনিটের পক্ষ থেকে বুধবার খড়িবাড়ি থানায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। দেশে যেভাবে মানব পাচার হচ্ছে তার রুখতে এই কর্মশালার করা হয়। উপস্থিত ছিলেন খড়িবাড়ি থানার ওসি সুদীপ কুমার বিশ্বাস ,সাব ইন্সপেক্টর আইনুল হক, চাইল্ড ইন নিড ইন্সটিটিউটের শিশু সুরক্ষা আধিকারিক সনু ছেত্রী সহ অন্যান্যরা। মানব পাচারের আইন সম্পর্কে অবগত এবং সিভিক ভলেন্টিয়াদের কীভাবে নিজের সমাজের এসব ঘটনা প্রতিরোধ করতে পারে এই নিয়ে আজকের কর্মশালা বলে জানান, চাইল্ড ইন নিড ইন্সটিটিউট নথ বেঙ্গল ইউনিটের শিশু সুরক্ষা আধিকারিকসনু ছেত্রী।

news portal development company in india
marketmystique