
বিজেপির প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ খড়িবাড়ীতে।
রেশন ‘দুর্নীতি’ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে খড়িবাড়ী বাজার নিজ কাজ্জালয় থেকে বিডিও অফিস পযন্ত মিছিল করেন বিজেপির নেতৃত্ব।
রেশন দুর্নীতি কাণ্ডে যথাযথ তদন্ত সহ অভিযুক্তদের ‘উপযুক্ত শাস্তি’র দাবি করে খড়িবাড়ী বিডিও অফিসের মেইন গেট আটক করে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলার খড়িবাড়ীর রানীগঞ্জ ও বিন্নাবাড়ী অঞ্চল।

শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক রাজু সাহা বলেন আগামী দিনে খড়িবাড়ী অঞ্চলে যত রেশন দুর্নীতি হয়েছে তার সমস্ত তথ্য তুলে দিবেন খড়িবাড়ী ভিডিও কে এবং তদন্ত ও দোষীদের গ্রেফতার না করা হলে বীহতর আন্দোলন নামবেন তারা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক রাজু সাহা জাতীয় পরিষদের সদস্য গণেশ দেবনাথ ,শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও সহ নেতা কর্মী বৃন্দ