ফের পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ।

ফের পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতে জামাতুল্লা জোত থেকে কোঙ্গরপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা কাজ নিম্নমানের হ‌ওয়ায় বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।‌‌ অভিযোগ ৫১লক্ষ ২৩হাজার ৬১৫ টাকা ব্যয়ে এই রাস্তা একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা হচ্ছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।‌ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একেবারে খারাপ রাস্তা হচ্ছে। ঠিকাদারি সংস্থাকে অভিযোগ করলে উল্টে হুমকি দেয় ঠিকাদারি সংস্থা। এদিন রাস্তার কাজ আটকে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সঠিকভাবে কাজ না হলে আগামী দিনে বিক্ষোভ হবে বলে জানান স্থানীয়রা।‌‌ তবে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ টেলিফোনে জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ পেয়েছেন।‌ সঠিকভাবে কাজ করতে হবে। বিষয়টি নিয়ে এজেন্সিকে জানানো হয়েছে।‌ সিডিউল অনুযায়ী কাজ না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

news portal development company in india
marketmystique