কৃষকদের হটিকালচারের ওপর দুলালজোত কমিউনিটি হলে একদিনের প্রশিক্ষণ শিবির


কৃষকদের হটিকালচারের ওপর দুলালজোত কমিউনিটি হলে একদিনের প্রশিক্ষণ শিবির

রাজ্য সরকারের উদ্যান পালন অধিকর্তার করণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের পক্ষ থেকে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে দুলাল জোত কমিউনিটি হলে একদিন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করা হয় । শিবিরের কৃষকদের হটিকালচারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন হটিকালচার শিলিগুড়ি শাখার সহকারী পরিচালক প্রিয়রঞ্জন , পঞ্চায়েত সদস্য জীবন নিরলা , সমাজ সেবক রাজু সিংহ সহ অন্যান্যরা । প্রিয়রঞ্জন কলে বলেন, হটিকালচারের একদিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের, মহকুমার চারটি ব্লক জুড়ে শিবির করা হচ্ছে। এমআইডিএইচ থেকে গ্ৰামীন এলাকায় হটিকালচারে প্রকল্পগুলি তুলে ধরা এবং কীভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় শিবির করা হচ্ছে।

news portal development company in india
marketmystique