তৃণমূল লোকপ্রসার শিল্পী মঞ্চ খড়িবাড়ি ব্লক কমিটির তরফে হাট সভার আয়োজন। বৃহস্পতিবার অধিকারী বাজার এলাকায় এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশরী মোহন সিংহ বলেন যে, বর্তমান রাজ্য সরকার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের যে মর্যাদা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাই তবে বিগত সরকার এ বিষয়ে কিছু ভাবেনি। এছাড়াও ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বিভিন্ন হাটে হাট সভা করা হবে বলে জানান তিনি।