বিজেপির বিশাল জনসভা

bjp
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঙ্গলবার খড়িবাড়ি ব্লকের বাতাসী বলাইজোড়া এলাকায়  এক জনসভা আয়োজন করে ফাঁসিদেওয়া বিধানসভার রানীগঞ্জ বিন্নবারী মন্ডল কমিটি।

বিজেপির বিশাল জনসভা।ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঙ্গলবার খড়িবাড়ি ব্লকের বাতাসী বলাইজোড়া এলাকায়  এক জনসভা আয়োজন করে ফাঁসিদেওয়া বিধানসভার রানীগঞ্জ বিন্নবারী মন্ডল কমিটি।

এদিন মঞ্চে সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন । এছাড়াও অধিকারী রেল স্টেশনে কোন দূরপাল্লার ট্রেনর স্টপেজ না থাকার কারণে সমস্যায় পড়েন স্থানীয়রা। তা দূর করতে অধিকারী তে একটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া হবে বলে ঘোষণা করেন

এছাড়াও তিনি বলেন এই সব অঞ্চল কৃষি এলাকা ,  বিশেষ করে আনারসের চাষ হয় প্রচুর  তাই কৃষি কাজের বিকাশের জন্য নেশনেল রিসার্চ সেন্টার ও আনারস নিয়ে একটি বোড গঠনের চেষ্টা করবেন ।
উপস্থিত ছিলেন ,দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির  বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল,সহ অন্যান্য নেতাকর্মীরা

news portal development company in india
marketmystique