ফের নদী থেকে বালি চুরির অভিযোগে ২টি ট্রাক্টর আটক করল এস‌এসবি!

ফের নদী থেকে বালি চুরির অভিযোগে ২টি ট্রাক্টর আটক করল এস‌এসবি! বুধবার
সাতসকালে অবৈধভাবে নদী থেকে বালি চুরির অভিযোগে নকশালবাড়ির ছোটো মনিরাম এলাকার মেচী নদীতে হানা দেয় এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ন। এস‌এসবি দেখতে পেয়ে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যান ট্রাক্টর চালকরা। পরে ২টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে এস‌এসবি। আটক ট্রাক্টরদের নকশালবাড়ি থানার তুলে দেয় এস‌এসবি। অন্যদিকে এই ঘটনায় চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। গতকাল খড়িবাড়িতে এস‌‌এসবি, পুলিশ ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরের যৌথ অভিযানে ১৬টি বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়।

news portal development company in india
marketmystique