রক্তদান শিবির বুড়াগঞ্জ তৃণমুলচংগ্রেসের।

রক্তদান শিবির বুড়াগঞ্জ তৃণমুলচংগ্রেসের। বৃহস্পতিবার  খড়িবাড়ীর বুড়াগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করলো বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস। এই দিন নেতাজির ফটোতে মাল্যদান ও প্রতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়,পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল বসে আকো প্রতিযোগিতা। ৫০ইউনিট রক্তের লক্ষ মাত্র রেখে অনুষ্ঠানের সূচনা হয়।
খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ জানান প্রত্যেক বছরি একহাজার ইউনিট রক্তের  পরিষেবা দি সাধারণ মানুষের সুবিদার্থে ,এর আগে খড়িবাড়ী অঞ্চলে হয়েছে আজ বুড়াগঞ্জ অঞ্চলে করা হলো।উপস্থিত ছিলেন খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ ,কনভেনার মনিকা রায় সিংহ ,দুলাল বর্মন, অরজিৎ দেবনাথ সহ একাধিক নেতা নেত্রী ও কর্মীগণ।

news portal development company in india
marketmystique