ভারত-নেপাল সীমান্তে সিমবক্স সহ নেপালী নাগরিক গ্রেফতার!

ভারত-নেপাল সীমান্তে সিমবক্স সহ নেপালী নাগরিক গ্রেফতার!
ভারত-নেপাল সীমান্তে সুরক্ষা অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে সেনা গোয়েন্দা ও পুলিশের যৌথ বাহিনী। খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকায় চালানো অভিযানে একটি সিমবক্স সহ এক নেপালী নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম যোগনিধি পাঠক। তার কাছ থেকে নেপালের নাগরিক পরিচয়পত্রের পাশাপাশি ভারতীয় আধার কার্ড, একাধিক ব্যাঙ্কের এটিএম কার্ড, রাউটার এবং একটি চারচাকার গাড়ি জব্দ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় পরিচয়পত্রে তার নাম অশোক ছেত্রী উল্লেখ করা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সিমবক্সটি অবৈধভাবে পরিচালনা করা হতো। ধৃত ব্যক্তি এবং তার সহযোগীরা এই সিমবক্স ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড, সাইবার প্রতারণা এবং দেশীয় ও আন্তর্জাতিক ফোন কল চালিয়ে আসছিল।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হলে আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

news portal development company in india
marketmystique