সিপিআইএম খড়িবাড়ী বুড়াগঞ্জ এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন।

সিপিআইএম এর তৃতীয় সম্মেলন খড়িবাড়ীতে।রবিবার খড়িবাড়ীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো সিপিআইএম খড়িবাড়ী বুড়াগঞ্জ এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন।এইদিন সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্লদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পড়ে খড়িবাড়ী বাজার জুড়ে একটি রেলী বের করা হয়। বিভিন্ন কমসূচি নিয়ে সম্মেলন চলে সারাদিন ব্যাপী।রাজ্য কমিটির সদস্য জীবেস সরকার জানান
আমাদের মূল লক্ষ হলো মানুষের বর্তমান সময়ে যা সমস্যা একদিকে যেভাবে বিজেপির জনবিরোধী নীতি, আরএসএস এর বিভাজনের নীতি।অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে  তৃণমূল কংগ্রেসের স্বৈরাচার,দুর্নীতি,গণতন্ত্র হত্যা এক ভয়ংকর চেহারা নিয়েছে, এর বিরুদ্ধে মানুষকে সঙ্ঘবদ্ধ হতে হবে। উপস্থিত ছিলেন খড়িবাড়ী বুড়াগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র সরকার ,বসিয়ান নেতা তুফান দে ,সদস্য ধরণী সিংহ সহ একাধিক নেতা নেত্রী ও কর্মীবৃন্দ

news portal development company in india
marketmystique