সীমান্তে চিতাবাঘের আক্রমণ: এক মহিলা গুরুতর আহত !

সীমান্তে চিতাবাঘের আক্রমণ: এক মহিলা গুরুতর আহত ! ভারত-বাংলাদেশ সীমান্তের ফকিরগঞ্জ গ্রামে চিতাবাঘের হামলায় এক মহিলা গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অধীনে এই ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয়রা কাঁটাতারের ভেতরে জমি চাষাবাদ করেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সাধারণ এক মহিলাকে পিছন থেকে চিতাবাঘ হামলা করে। ঘাড়ে বেশ কিছু জখমের চিহ্ন রয়েছে। চিৎকারে গ্রামবাসী ও বিএসএফ জওয়ানরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত সাধারণ মহিলা সেহারা খাতুন (৪৫)কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিতাবাঘের হামলায় মানুষের জীবন যাত্রায় বিঘ্ন ঘটেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবী তুলেছেন।

news portal development company in india
marketmystique