খড়িবাড়ির টিপুজোতে প্রতিবছরের ন্যায় এবারও ৪ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট

খড়িবাড়ির টিপুজোতে প্রতিবছরের ন্যায় এবারও স্বর্গীয় তপন সিংহ উইনিয়ার্স এবং স্বর্গীয় অরনধা রায় রানার্স ট্রফির ১৬ দলীয় ৪ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল টিপু জোত রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। এদিন সকালে প্রদীপ প্রজ্জলন এবং ফ্লাগ হোস্টিং মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় ও রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েত প্রধান সান্তনা সিংহ। সাথে উপস্থিত ছিলেন  খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি সদস্য প্রদীপ মিশ্রা, সুষনা মার্ডি সহ অন্যান্যরা। ধীরে ধীরে যুবসমাজ নেশা মুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের এই আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে জানান বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় । অন্যদিকে, প্রতিবছর মতো এবারও ১৬ দলীয় ৪ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট সুচনা করা হল । এই মাঠ থেকে কয়েকজন যুবক ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। আগামীদিনে যাতে যুবকরা নেশা থেকে মাঠে ফিরে তাই এই ফুটবল টুর্নামেন্ট করা হয় বলে জানান রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সভাপতি দুলাল সিংহ।

news portal development company in india
marketmystique