চলে গেলেন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অনিল সাহা।

চলে গেলেন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অনিল সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার দুপুর বাবুপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান রোগে তিনি ভুগছিলেন। ১৯৮৪ সালে নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠা হয়। সেই সময় থেকেই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকি সদ্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে জয়ী হন অনিলবাবু। রাজনীতি থেকে দূরে থেকেও জনপ্রিয়তার শীর্ষে দেখা যেত তাকে। তিনি লায়ন্স ক্লাব, নকশালবাড়ি হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি ও নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবের সঙ্গেও সক্রিয় জড়িত ছিলেন। এদিন তাঁর মৃত্যুর খবর পাওয়া শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ভিড় দেখা যায়। ব্যবসায়ী সমিতির সম্পাদক নরেন্দ্রপ্রসাদ জানান অনিল সাহার মৃত্যু তাদের সংগঠনের ক্ষেত্রে বিরাট শূন্যতার সৃষ্টি করল।

news portal development company in india
marketmystique