আর্থিক প্রতরনার শিকার হল এক ব্যাবসয়ী !

রাসায়নিক সার কিনতে গিয়ে আর্থিক প্রতরনার শিকার হল এক ব্যাবসয়ী !  ঘটনায় গ্ৰেপ্তার অভিযুক্ত বেসরকারি সংস্থার ম্যানেজার । জানা গিয়েছে, গত২৪ অক্টোবর  বিভিন্ন রাসায়নিক সার কিনতে একটি শিলিগুড়ির রাসায়নিক সার  বিক্রয় সংস্থার ম্যানেজারকে অ্যাকাউন্ট মারফত ৯০ হাজার টাকা প্রদান করে খড়িবাড়ির তারিজোতের সার ব্যবসায়ী অমৃতচন গনেশ। অভিযোগে, টাকা নিয়েও সার দেওয়া হয়নি।রাসায়নিক সার বিক্রয় সংস্থায় ম্যানেজারকে ফোনে যোগাযোগ করা হয় ।তবে সে মোবাইল বন্ধ করে রাখে । অমৃতচন গনেশ প্রতারণা শিকার হয়েছে বুঝতে পেরে সেই দিনে খড়িবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগে পেয়ে পুলিশ তদন্তে নেমে শিলিগুড়ির বাবুপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার নিয়ে আসে । ধৃতের নাম পঙ্কজ বর্মন,সে শিলিগুড়ি বাবুপাড়ার বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

news portal development company in india
marketmystique